সুরমা নিউজে সংবাদের জের : অবশেষে ইলিয়াস আলীকে স্মরণ
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৬, ৩:৪৬ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ সুরমা নিউজে গত শনিবার “সাইফুর,ইলিয়াস,কমরকে ভুলে গেছে যুক্তরাজ্য বিএনপি” নিউজের দুই দিন পর সোমবার বেশ আয়োজন করে ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পেতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ ইউকের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপর দিকে গতকাল মঙ্গলবার আরেকটি সংগটন “ক্যাম্পেইন ফর এম ইলিয়াস আলী সেইফ রিটার্ন”ইউকে লন্ডনের বিভিন্ন গনমাধ্যমে বিবৃতি দিয়ে ইলিয়াস আলীর মুক্তি দাবী করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য বিএনপির শীর্ষ এক নেতা সুরমা নিউজ টুয়েন্টি ফোর.কমকে বলেন, সুরমা নিউজে প্রকাশিত প্রতিবেদনটি যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মী ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের দৃষ্টিগোচর হয়েছে। আমার জানা মতে পুর্ব পরিকল্পনা বা কোন ঘোষনা ছাড়াই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইলিয়াস আলী ছাড়াও সিলেটের অন্য নেতাদের সময়মতো স্মরন করা উচিৎ ।
জানা যায়,দোয়া মাহফিলের পুর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা অবিলম্বে এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহবান জানান। অন্যতায় আবারো দেশে বিদেশে গণআন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন। সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব আলহাজ্ব তৈমুছ আলী সকলের কাছে দোয়া চেয়ে বলেন, ইলিয়াস আলী শুধু একটি দলের নেতা নন, তিনি বৃহত্তর সিলেটের কোটি মানুষের প্রিয় মুখ। একজন জনপ্রিয় মুখ, একজন সাবেক এমপি এভাবে গুম হয়ে যেতে পারেন না।একটি স্বাধীন সার্বভৌম দেশে এরকম ঘটনা ঘটতে পারে না। নিশ্চয়ই সরকার চাইলে ইলিয়াস আলীর সন্ধান পাওয়া সম্ভব বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, কেন্দ্রীয় বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব,যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধরি, সহ সভাপতি মঞ্জুরুস সামাদ চৌধরি (মামুন), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিক, ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক গউস আলী, গুলজার আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান পাপ্পু , দফতর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ দফতর সেলিম উদ্দিন , যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন , মিসবা বি এস চৌধুরী , শরিফুল ইসলাম, কামাল মিয়া, ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক মদরিস আলী বাদশা , মিসবা উদ্দিন, নিজাম উদ্দিন, আখলুস আলী, আফজাল হোসাইন , এম তানবীর আহমদ , শরিফুল ইসলাম , মদরিস আলী মফজ্জুল, শফিক উদ্দিন , হাজী মকদ্দুস আলী, আব্দুল কুদ্দুস , আখলাকুর রহমান , ফয়জুর রহমান, ফিরুজ আলম, ছোট মিয়া , মাক্কু মিয়া , বিএনপি নেতা সাদিক মিয়া , সালেহ গজনবী , এমদাদ হোসাইন টিপু , মিসবা উজ জামান সোহেল , তপু শেখ , যুক্তরাজ্য বি এন পির সাবেক সহ সাধারণ সম্পাদক এড তাহির রায়হান চৌধরি পাভেল, এড খলিলুর রহমান, মাওলানা শামীম আহমদ , সাজ্জাদ মিয়া , লন্ডন সিটি বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ , মহানগর বিএনপির আহবায়ক তাজুল ইসলাম, মোহাম্মদ নুরবক্স, কামরুল ইসলাম , স্পেন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পংকি , লুটন বিএনপির যুগ্ন আহবায়ক মঞ্জুর আহমদ শাহনাজ , মুমিনুল মুরাদ , মিসবাহ উদ্দিন , সাদিকুর রহমান , দুদু মিয়া , নিউহ্যাম বিএনপির আহবায়ক মোস্তাক আহমদ, যুব দল নেতা দেওয়ান আব্দুল বাসিত , সুরমান খাঁন , লায়েক মোস্তফা , আসাব আলী , আবুল খয়ের , মুহিবুর রাজু আহমদ , সিতাব আলী , তুফায়েল বাসিত তপু , জাসাসা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। মোস্তাক আহমদ , রাজীব আহমদ , আব্দুল কাদির সামসু , কাজী মেরাজ , কবির মিয়া , শেখ সুজাত ,সেন্টাল লন্ডন বিএনপি সভাপতি আব্দুস সামাদ , সাধারণ সম্পাদক সৈয়দ শাহীন হোসাইন , যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের শেখ সাদিক, সাবেক ছাত্রদল নেতা মেরা ইসলাম, শরফরাজ শরফু প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ব্রিকলেইন মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম ,হাফিজ মতিউর রহমান ও হাফিজ আব্দুস শহীদ ।
উল্লেখ্য,গত শনিবার সুরমা নিউজে প্রকাশিত হয় “সাইফুর,ইলিয়াস কমরকে ভুলে গেছে যুক্তরাজ্য বিএনপি” শিরোনামে প্রতিবেদনটি। তাতে যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ও সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মীর বক্তব্য নেওয়া হয়। প্রতিবেদন প্রকাশের দুই দিনের মাথায় যুক্তরাজ্যে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ইলিয়াস আলীর মুক্তি ও তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।