সালমান শাহ”র ৪৬তম জন্মদিন আজ
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ৭:৫৮ অপরাহ্ণ
বিনোদন ডেস্কঃ ১৯৯৫ সাল মুম্বাইয়ে সিনেমার শুটিং এ ব্যাস্ত সময় পার করছেন হালের ক্রেজ শাহরুখ খান। কাজ চলছে বিখ্যাত মুভি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের’। চূড়ান্ত ব্যাস্ততা। দম ফেলার ফুসরত নেই। শুটিং সেটে বসে বিশ্রাম নিচ্ছেন শাহরুখ খান। হঠাৎ করেই স্পট বয় কানে কানে এসে কি যেন বললেন। উঠে দাঁড়ালেন শাহরুখ খান। বললেন পাশের দেশ থেকে এক ভদ্রলোক এসেছেন। তিনি এখন যাবেন তার সাথে দেখা করতে।তাই কিছু সময়ের শুটিং অফ রাখতে হবে। এই ভদ্র লোকটি আর কেউ নন। সালমান শাহ্। আমাদের সালমান শাহ্। যে কিনা ধুমকেতু হয়ে আবির্ভাব হয়েছিল বাংলার আকাশে।
সালমান শাহ্কে শাহরুখ তার স্ত্রী গৌরির কাছে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেন, দেখো গৌরি ইনি হলে ওপার বাংলার সিনেমার কাণ্ডারি। বস্তুত ঐ সময়ে বাংলা চলচ্চিত্রের স্বপ্নের পুরুষ ছিলেন সিলেটের কমরুদ্দিন চৌধুরী এবং নীলা চৌধুরীর সন্তান সালমান শাহ ওরফে(ইমন)। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্ম নেয়া চৌধুরী সালমান শাহরিয়ার ইমন আজ পা রাখলেন ৪৬ বছরে।বিটিভির ইত্যাদির একটি গানের ভিডি ও তে অংশগ্রহণ এর মাধ্যমে রঙিন জগতে পা বাড়ান এই গুণী অভিনেতা। কিন্ডার গার্ডেন এ পড়া স্কুল বন্ধু মৌসুমির সঙ্গেই চলচ্চিত্র জগতে পা বাড়ান ১৯৯৩ সালে মুক্তি পাওয়া কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে। দু’ জনেরই প্রথম চলচ্চিত্র। তার পর নায়িকা শাবনুরের সঙ্গে জুটি বেঁধে উপহার দেন অসংখ্যা ছবির। স্বপ্নের পুরুষ,স্বপ্নের ঠিকানা,সত্যের মৃত্যু নাই সহ প্রায় ২৭ টি চলচ্চিত্র। তন্মধ্যে স্বপ্নের ঠিকানা এখনো পর্যন্ত বাংলা চলচ্চিত্রের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাবসা সফল ছবি যার মোট আয় ছিল ১৯ কোটি টাকা। রঙিন জগতে প্রবেশের কিছু দিন আগেই বিবাহিত জীবনে আবদ্ধ হন ইমন, তার সহধর্মীণি বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেটকিপার শফিকুল হক হিরা এর একমাত্র কন্য সামিরা হক। বাংলা চলচ্চিত্রে যখন নিজেকে শক্তপোক্ত ভাবে তৈরী করেছিলেন, ঠিক সেই সময়েই হাজারো, লক্ষ,কোটি ভক্তকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান এই মহানায়ক আজ তার ৪৫ তম জন্মবার্ষিকী শুভ জন্মদিন মহানায়ক।