ভক্তদের ঈদের শুভেচ্ছা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৯ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ আগামীকাল পবিত্র ঈদ উল আজহা। একদিন আগেই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফেসবুকের নিজের ভেরিফাইড পেজে সাকিব লিখেন,‘এই ঈদে, চলুন আরো সুন্দর এক বিশ্ব গড়ে তোলার পথে এগিয়ে যাই। সবাইকে জানাচ্ছি ঈদুল আযহার শুভেচ্ছা, এবং আশা করি আপনার পরিবার আর বন্ধুদের সাথে সুন্দর কিছু সময় কাটাতে পারবেন।’ পরিবারের সঙ্গে ঈদ করতে মাগুরাতে রয়েছেন সাকিব। বাবা হওয়ার পর প্রথমবার স্ত্রী-মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে গেছেন এ অলরাউন্ডার।