সুনামগঞ্জে নৌকাডুবিতে ২ শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে নৌকাডুবিতে দুই পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৃতেরা হলেন, উপজেলার দক্ষিণকুল গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে তোয়াদুর রহমান (২০) ও রবি দাশের ছেলে সমিত দাশ (১৮)।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে পাথর বিক্রি বন্ধ থাকায় চারজন শ্রমিক বাড়ির পাশে বৌলাই নদীতে পাথরবোঝাই নৌকায় ঘুমিয়ে ছিলেন। নৌকায় ধীর ধীরে পানি ঢুকে একপর্যায়ে ডুবে যায়।টের পেয়ে দুইজন দ্রুত সাঁতরে তীরে আসতে পারলেও অন্য দুজন ঘুমন্ত অবস্থাতেই ডুবে মারা যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হানিফ জানান, দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।