ঈদের ছুটিতেও ক্রিকেট নিয়ে ব্যস্ত সাব্বির
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৬, ৩:০৪ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ ঈদের ছুটিতে অন্য ক্রিকেটাররা সেখানে ব্যাট-বল তুলে রেখেছেন, সেখানে ক্রিকেট খেলে অবসর কাটাচ্ছেন মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। গত ৭ সেপ্টেম্বর ঈদ উদযাপন করতে জন্মস্থান রাজশাহী পৌঁছান তরুণ এই ক্রিকেটার। ঢাকায় ফিরতে ফিরতে ১৭ সেপ্টেম্বর। সামনে আন্তর্জাতিক ক্রিকেটে ভীষণ ব্যস্ততা বাংলাদেশের। তাই এই ছুটিটা একদমই নিজের মতো করে কাটাতে চান সাব্বির। বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগভাগি করতে রবিবার সকালে ব্যাট-বল হাতে নেমে পড়েন সাব্বির-মুক্তার-সানজামুলরা। বন্ধু ও স্থানীয় ক্রিকেটাররা মিলে মুক্তার একাদশ ও সানজামুল একাদশ নামে ম্যাচ খেলেন সাব্বিররা। হার-জিতের চেয়ে বড় কথা হচ্ছে রবিবারের সকালটা একেবারেই অন্য রকম কেটেছে সাব্বিরের। ছুটির দিনগুলোতে পরিবার-বন্ধুদের সঙ্গে এভাবেই কাটিয়ে দিতে চান সাব্বির। এবারের ঈদটি সাব্বিরের জন্য একটু বিশেষ। এবারই যে প্রথম কোরবানি দিচ্ছেন নিজের আয় করা টাকায়! তাই একটু বেশিই রোমাঞ্চিত তিনি। ঈদ প্রসঙ্গে সাব্বির বলেছেন, ‘প্রথমবারের মতো নিজে কোরবানি দিচ্ছে, ভিন্ন রকম ভালো লাগা কাজ করছে। পুরো ছুটিটা আমি আমার মতো করে কাটাতে চাই। সামনে ব্যস্ত সূচী। তার আগে এই ১১ দিনের ছুটিটা উপভোগ করতে চাই।’ ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতেও ভুল হয়নি তার, ‘সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদটা সবাই উপভোগ করবেন। যার যতটুকু সামর্থ্য আছে, সেই অনুযায়ী গরিব মানুষদের সহযোগিতা করবেন।