বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট খোয়ালো আর্জেন্টিনা
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ৩:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে মেসিকে ছাড়া খেলতে নেমে ভেনিজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে মেসির দেশ। পরে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বাউজার ছেলেরা।
আট ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১৫। গোল পার্থক্যে ব্রাজিলের পেছনে আছে তারা। অন্য ম্যাচে বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা চিলির পয়েন্ট ১১। দক্ষিণ আমেরিকা থেকে চারটি দল সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম দলটির বিশ্বকাপে সুযোগ পেতে খেলতে হবে মহাদেশীয় প্লে-অফ।
ইনজুরিতে পড়া মেসি ছাড়াও আগে থেকেই দলে ছিলেন না হিগুয়েন। চোট পেয়ে ছিটকে যান আগুয়েরাও। এছাড়া আগের ম্যাচে পাওলো দিবালা লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হন। তাই কোচকে রীতিমতো আনাড়ি একাদশ নিয়ে মাঠে নামতে হয়।
৩৫তম মিনিটে এগিয়ে যায় ভেনিজুয়েলা। ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে ডান পোস্ট দিয়ে বল জালে জড়ান হুয়ান পাবলো আনোর।৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলটি। ডি-বক্সের ভেতরে বাঁ দিক থেকে ফরোয়ার্ড সলোমোন রনদোনের পাস পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন মার্টিনেস।
পাঁচ মিনিট পর ব্যবধান কমিয়ে আর্জেন্টিনাকে লড়াইয়ে ফেরান লুকাস প্রাতো। তার প্রথম শট প্রতিপক্ষের পায়ে লাগার পর ফিরতি বল ধরে গোলরক্ষককে পরাস্ত করেন আতলেতিকো মিনেইরোর এই ফরোয়ার্ড।
৮৩তম মিনিটে ডি মারিয়ার কর্নার ছয় গজ বক্সের মধ্যে পেয়ে ভলিতে দলকে সমতায় ফেরান নিকোলাস ওটামেন্ডি।