বালাগঞ্জের প্রয়াত ইউপি সদস্য মকদ্দছ আলীর স্ত্রীর ইন্তেকাল, দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ৮:২৩ অপরাহ্ণ
বালাগঞ্জ সংবাদদাতা:
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, বিশিষ্ট মুরুব্বী, প্রয়াত হাজী মকদ্দছ আলীর প্রথম স্ত্রী, হাজী মকদ্দছ আলী এন্ড আহমদ আলী (এমএ) ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মি আজমল আলী আনার মাতা আমিরুন নেছা (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি গত ২৫ আগস্ট যুক্তরাজ্যের বার্মিংহাম শহরস্থ বাসভবনে ইন্তেকাল। মৃত্যুকালে তিনি ৯ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমিরুন নেছা সম্প্রতি ক্যান্সারে ভোগছিলেন, তবে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।
এদিকে আজ সোমবার বিকাল ২টার সময় মরহুমার স্থানীয় আলাপুর গ্রামস্থ নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা মুখলিছুর রহমান কিয়ামপুরী। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমার জানাজার নামাজে হযরত শাহ সুলতান (রহ.) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ারুল হক চৌধুরী, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সাবেক ইউপি সদস্য মজনু খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. দুদু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আলী কাচা, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, যুবলীগ নেতা আব্দুল শাহাদত রুকন, ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্না, যুবদল নেতা সেলিম আহমদ, মিশকাতুল ইসলাম চৌধুরী, ছাত্রদল নেতা মো. সাইফুদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।