হরতালে সিলেটের রাজপথে নেই জামায়াত !
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝোলানোর প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালে সিলেটের রাজপথে নেই জামায়াত। সোমবার সকাল ৬টায় হরতাল শুরুর পর থেকে এ পর্যন্ত মহানগরী কিংবা জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল-সমাবেশ, পিকেটিংয়ের খবরও পাওয়া যায়নি।
এদিকে হরতাল চললেও তার কোন প্রভাব পড়েনি জনজীবনে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলাচল করছে গণপরিবহন, ট্রাক, কাভার্ড ভ্যানসহ সব ধরনের যানবাহন। ব্যক্তিগত গাড়িও স্বাভাবিকভাবেই চলাচল করছে।
ট্রেন চলাচল স্বাভাবিক আছে। সকাল থেকে সবকটি ট্রেন যথাসময়ে সিলেট স্টেশন ছেড়ে গেছে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল কিছুটা কম। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান প্রায় সবই খোলা দেখা গেছে।
এর আগে গত শনিবার রাত সাড়ে দশটার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ফাঁসির মঞ্চে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর প্রতিবাদে ওইদিন রাতেই নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় জামায়াত।