জৈন্তাপুরে গাড়ী চোর চক্রের সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ৯:৫৯ অপরাহ্ণ
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে জনতার হাতে গাড়ী চোর চক্রের সদস্য আরিফ আটক হয়েছে। পরে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। সিএনজি অটোরিকশা মালিক গাড়ী উদ্ধারের জন্য মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০-১২দিন পূর্বে জৈন্তাপুর উপজেলার চাঁনঘাট গ্রামের মাসুক মিয়ার একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। গত শনিবার রাত ৮টার দিকে আবারো গাড়ী চোর চক্রের ৪জন সদস্য মাসুক মিয়ার বাড়ীতে প্রবেশ করে একটি সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার প্রক্কালে মাসুক মিয়া দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে চোর চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাসুক মিয়ার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সিঙ্গারীপাড় গ্রামের আব্দুর রবের ছেলে আরিফ আহমদ (২৫) আটক করে। বাকিরা পালিয়ে যায়। পড়ে তাকে গণধোলাই দিয়ে ফতেহপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের নিকট সোপর্দ করা হয়।
রবিবার ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরিফ নিজেকে গাড়ী চোর চক্রের সদস্য স্বীকার করে এরসাথে জড়িত স্থানীয় কয়েক জনের নাম উল্লেখ করে এবং বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন স্থান হতে কয়েকটি গাড়ীর তারা চুরি করেছে বলে জানায়। পরে আরিফকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবীর বলেন- এলাকাবাসী গাড়ী চোর চক্রের সদস্য আরিফকে আমাদের হাতে তুলে দিয়েছে। আরিফ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করে এবং তার সাথে সম্পৃক্ত কয়েকজনের নাম বলেছে। সিএনজি মালিক মামলা দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।