বালাগঞ্জ ডিগ্রি কলেজে আয়েশা মেমোরিয়েল ট্রাস্টের বৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ৮:৪৪ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি :
রোববার বিকেলে সিলেটের বালাগঞ্জ ডিগ্রি কলেজে আয়েশা মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও সাংবাদিক রজত দাস ভুলনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর। বিশেষ অতিথি ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ফয়জুল ইসলাম মাসুক, সহকারী অধ্যাপক প্রণয় পাল, প্রভাষক অহি আলম রেজা, প্রভাষক মিহির রঞ্জন তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন আয়েশা মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব মাহমুদ হোসেন মাছুম। অনুষ্ঠানে ১৫ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।