মীর কাসেমের ফাঁসি কার্যকরে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ৪:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
যোদ্ধাপরাধী ও মানবতাবিরোধী মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় হতে কোর্ট পয়েন্ট পর্যন্ত আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, জেলা সহকারী কমান্ডার আতিক আহমদ চৌধুরী, সদর উপজেলা কমান্ডার মো. ইরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. খুরশিদ আলী, আকরাম আলী, খুরশেদ মিয়া, তমজ্জুল আলী, মঈনুদ্দিন, মনির আলী।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুল কাদির, ইকবাল বাহার, সারওয়ার আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, তোফায়েল আহমদ রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক সালাউদ্দিন হক বাবু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার সদস্য মো. সাদিকুর রহমান।