রাজধানীতে অভিযান : ১ জঙ্গি নিহত, ওসিসহ আহত ৩
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১:৫৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে রূপনগর হাউজিং কলোনিতে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাত সাড়ে আটটা থেকে সোয়া ৯টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট, সোয়াত, র্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেয়। এ সময় গোলাগুলিতে একজন জঙ্গিদের প্রশিক্ষক মুরাদ ওরফে জঙ্গি মুরাদ নিহত হন। এছাড়া তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অতিরিক্ত এআইজি মুখলেছুর রহমান অভিযান সমাপ্ত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, অভিযানকালে জঙ্গি মুরাদ একাই ওই বাসায় ছিল। সে প্রথমে পুলিশ সদস্যদের ওপর গুলি চালায় এবং ছুরি দিয়ে কোপায়। পরে গুলিতে মারা যায়। রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় এই অভিযান চালানো হয়।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ কমিকশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেছেন, ‘মেজর’ মুরাদ ছিলেন ‘নব্য জেএমবি’র মাস্টার মাইন্ড এবং তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাংগঠনিকভাবে তিনি ‘মেজর’ মুরাদ হিসাবে পরিচিত হলেও তার পারিবারিক নাম জানা যায়নি।
জঙ্গিদের ধারালো অস্ত্রের কোপে ওসি (তদন্ত) শাহীন ফকির, ওসি শহীদ আলম ও এসআই মমিনুর রহমান আহত হয়েছেন। তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং পরে সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্কয়ার হাসপাতাল পাঠানো হয়। ওসি শাহীন ফকিরের বা-হাতে ধারালো অস্ত্রের আঘাত ছাড়াও তাঁর তলপেটে দুটি গুলির আঘাত রয়েছে। সেখানে তাদের অবস্থা জানার জন্য গভীর রাতে পুলিশের কর্মকর্তারা স্কয়ার হাসপাতালে ভিড় জমিয়েছেন।
এর আগে রূপনগর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, অভিযান চলছে। পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী বলেছেন, অভিযান চলছে এটা সত্য। তবে হতাহতের ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না।
এর আগে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর পুলিশ রাজধানীর মিরপুরের কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নয় জঙ্গিকে হত্যা এবং অতি সম্প্রতি নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে গুলশান হামলার মূল হোতা তামিম চৌধুরীসহ তিন জঙ্গিকে হত্যা করা হয়। এর পরই আজ রাতে রাজধানীর শেষ প্রান্তে পাইকপাড়া হাউজিং কলোনিতে জঙ্গি আস্তানায় খোঁজ পেল পুলিশ।