সিলেটে মুসল্লি ও ইসকন ভক্তদের মধ্যে সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০১৬, ২:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে কাজলশাহ এলাকায় মুসল্লি ও ইসকন ভক্তদের মধ্যে সংঘর্ষ চলছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
স্থানীয়রা জানিয়েছেন, কাজলশাহ জামে মসজিদে জুমার নামাজ চলাকালীন সময়ে নিয়মিত পূজা-অর্চণা অনুষ্ঠান চলছিলো ইস্কন মন্দিরে। শুক্রবারে নামাজের সময়ও তারা গানবাজনা বন্ধ করেন না। এ বিষয়ে তাদেরকে কয়েকবার অবগত করা হলেও তারা গানবাজনা চালিয়ে যায়। এতে ক্ষিপ্ত হন নামাজে আগত কয়েকজন মুসল্লি।
নামাজ শেষে বেরিয়ে এসে তারা ইস্কন মন্দির লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। সাথে যোগ দেন অন্য মুসল্লিরাও। কাজলশাহ মসজিদের মাইক থেকে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে ঘোষণা দেয়া হয়।
ইস্কন মন্দিরের ফটক বন্ধ করে দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন পূজারীরা। এরপর তারাও ভেতর থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিলো। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।