কোম্পানীগঞ্জে বোমা ও জিহাদী বইসহ জামায়াত নেতা আটক
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৬, ১:৫০ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জে হরতালে নাশকতার পরিকল্পনাকালে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফয়জুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার টুকেরবাজার স্টার কিন্ডারগার্টেন স্কুলে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় সেখান থেকে শতাধিক চকলেট বোমা, বিপুলসংখ্যক জিহাদী বই ও সহস্রাধিক লিফলেট উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম জানান- গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও আমরা ফয়জুর রহমানকে গ্রেপ্তার করতে পেরেছি।
তিনি আরো জানান- গ্রেপ্তারকৃত ফয়জুর রহমানের বিরুদ্ধে ৩টি নাশকতার মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হবে।