জঙ্গিবাদের বিরুদ্ধে সিলেট মহানগর শ্রমিকলীগের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ৪:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার (৩০ আগস্ট) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিএনজি-অটোরিক্শা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের নানা ভাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমদ এবং অনুপ চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেন- বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে সারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসী কায়দায় দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণতকারীদের চিহ্নিত করে শিঘ্রই শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, মহানগর শ্রমিকলীগ প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক বুরহান উদ্দিন ভাণ্ডারী, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন একরাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রফিক আহমদ, রতন বাবু, আবুল হাশেম, কমর উদ্দিন, আব্দুল হক, শানুর মিয়া, আলী হোসেন, আব্দুস সোবহান, শায়েখ মিয়া, কামাল হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।