সিলেটের বালুচরে প্রবাসীর বাসায় ডাকাতি
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ৪:২৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট শহরতলীর বালুচরে প্রবাসীর স্ত্রীকে গলায় ছুরি ধরে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে উত্তর বালুচরের এ ব্লকের আল ইসলাহ-১২৪নং বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালংকার, দু’টি মোবাইল ফোন ও নগদ কিছু টাকা লুট করেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
বাসার কর্তা হাজি মোশাররফ হোসেনের চার ছেলে দুবাই থাকেন। তিনি তার তিন পুত্র বধুকে নিয়ে ওই বাসায় থাকতেন।
তিনি জানান, রাত অনুমানিক চারটার দিকে রান্না ঘরের জানালার গ্রীল কেটে একদল ডাকাত ঘরে ডুকে পুত্রবধু রায়হানায় গলায় ছুরি ধরে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা রায়হানার গলা থেকে তিন ভরি সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে আলমারী থেকে আরো ১২/১৩ ভরি সোনা, ২ট মোবাইল ফোনসহ কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
সকালে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাজি মোশাররফ।