শাবির অপর শিক্ষার্থীকেও ছেড়ে দিয়েছে র্যাব
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ৩:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) দুই শিক্ষার্থীকে বুধবার বিকেলে আটক করে র্যাব। তন্মধ্যে একজনকে ওইদিন দিবাগত রাতেই ছেড়ে দেয়া হয়। অপর শিক্ষার্থীকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ছেড়ে দেয়া হয়েছে। শাবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই শিক্ষার্থী হচ্ছেন- পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী রোকনুজ্জামানকে বৃহস্পতিবার রাতে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিনকে ছেড়ে দেয়া হয়।
প্রসঙ্গত, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে এর আগে ৪ শাবি শিক্ষার্থীকে আটক করা হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা তাদের আটক করেন।