শাবিতে জঙ্গি সন্দেহে আটক ২ শিক্ষার্থীর ১জনকে ছেড়ে দিয়েছে র্যাব
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৬, ৮:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জঙ্গি সন্দেহে আটক ২ শিক্ষার্থীর ১ জনকে ছেড়ে দিয়েছে র্যাব। বুধবার (২৪ আগস্ট) রাতে শাবির ২ শিক্ষার্থীকে আটক করা হয়। আটক শিল্প উৎপাদন কৌশল (আইপিই) বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিনকে বুধবার আনুমানিক রাত দেড়টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে শাবি প্রক্টরিয়াল কমিটির হাতে তুলে দেয় র্যাব-৯। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটির একাধিক সদস্য তুহিনকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা জানান- আটক মেহেদী হাসান তুহিনকে শাবির প্রক্টরিয়াল কমিটির সদস্যরা র্যাব কার্যালয় থেকে সুরমা এলাকায় তার মেসে পৌঁছে দেন। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে র্যাব কার্যালয়ে যোগাযোগের পর নিশ্চিত হওয়া যায় সে জঙ্গিবাদে সম্পৃক্ত নয়। এরপর তাকে প্রক্টরিয়াল কমিটির সদস্যরা র্যাব কার্যালয় থেকে নিয়ে আসেন বলে জানান তিনি।
তিনি আরও জানান- আটক পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ছাত্র রোকনুজ্জামান রানাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে জঙ্গিবাদে সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
আটক রোকনুজ্জামান পিএমই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী বলে জানান- তার বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ফরহাদ হাওলাদার। তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান- তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তাকে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদারের কোন বক্তব্য পাওয়া যায়নি। তিনি একটি প্রোগ্রামে আছেন বলে জানান। পরে ফের যোগাযোগ করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।