বালাগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৬, ১:১৪ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বালাগঞ্জ উপজেলায় সার্বজনীন জম্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে নগর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ(বৃহস্পতিবার) সকাল সাড়ে নয়টায় শোভাযাত্রাটি শ্রী শ্রী গোপাল জিউর আশ্রম থেকে শুরু হয়ে বালাগঞ্জ মধ্যবাজার, পশ্চিমবাজার, বাসস্ট্যান্ড, নবীনগর, চানপুর, মদন মোহন, গোপীনাথ জিউ আশ্রমে গিয়ে সম্পন্ন হয়।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর নগর শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। শোভাযাত্রায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সহ ভক্তবৃন্দরা অংশ নেন। এছাড়া দিনব্যপী ব্যপক কর্মসুচী গ্রহন করা হযেছে।