নর্থইস্ট বালাগঞ্জ কলেজে এইচএসসি উত্তীর্ণদের বিদায় সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০১৬, ১:২৩ পূর্বাহ্ণ
বালাগঞ্জ সংবাদদাতা: নর্থইস্ট বালাগঞ্জ গহরপুর কলেজের প্রথম ব্যাচের উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্ণিংবডির সভাপতি আমির হোসেন নুরু।
প্রভাষক এনামুল হক লস্করের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মশিউর রহমান এহিয়া, কলেজ গভর্ণিংবডির সদস্য আব্দুল কাদির, হাজী সাইস্তা মিয়া, হাবিবুর রহমান নেফুর, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, শিক্ষানুরাগী মো. বাবরু মিয়া, গোলাম মোস্তফা, আব্দুল মান্নান, কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, প্রভাষক হাজেরা বেগম, রমা সিন্হা, ফরিদা আক্তার, মুক্তা রাণী দাস, আমির হোসেন, এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী নাবিল হায়দার চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী পপি আক্তার প্রমি। এছাড়া উত্তীর্ণ বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।