শুক্রবারে মুক্তি পাচ্ছে হুমায়ুন ফরিদীর শেষ ছবি
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৬, ২:১৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি পৃথিবী থেকে বিদায় নেন চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদী। ফরিদী মারা যাওয়ার পর বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় থাকে। তবে পর্যায়ক্রমে ছবিগুলো মুক্তি পেলেও বাদ রয়ে যায় একটি ছবি। হুমায়ুন ফরিদীর মৃত্যুর চার বছর পর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত শেষ ছবি ‘এক জবানের জমিদার হেরে গেলেন এবার’।
উত্তম আকাশ পরিচালিত ছবিটির শুটিং শুরু হয় ২০০৯ সালে। ২০১০ সালে ছবিটির শুটিং শেষ হয়। তবে প্রযোজক মারা গেলে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে যায়। অবশেষে আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি পরিবেশনা করছে মেসার্স এনএস ইন্টারন্যাশনাল। সংস্থাটির কাকরাইলের অফিসে গিয়ে দেখা গেছে, সবাই ছবিটির মুক্তির শেষের দিকের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অফিস থেকে জানানো হয়, আগামী শুক্রবার দেশের প্রায় ৬০টি সিনেমা হলে ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’ মুক্তি পাবে।
ছবিটির গল্প গড়ে উঠেছে একজন জমিদারকে ঘিরে। যিনি কিনা অন্যকে দেয়া কথা রাখতে গিয়ে নিজের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যান। আর এই জমিদারের ভূমিকায় অভিনয় করেছেন হুমায়ুন ফরিদী। এছাড়া আরো আছেন আমিন খান, সিলভি, কাবিলা, প্রবীর মিত্র, আফজাল শরিফসহ অনেকে।