বেঁচে গেলো লাউয়াছড়া !
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৬, ৩:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভ্যন্তরে প্রবাহমান রেলপথের দু’পাশের ভূমি বন্দোবস্ত বাতিল করেছে বাংলাদেশে রেলওয়ের এস্টেট বিভাগ। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সম্প্রতি রেলওয়ের এস্টেট বিভাগ থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে প্রবাহমান রেলপথের ২৯৭/১ থেকে ২৯৮/১ রেল কিলোমিটারে উভয়পাশে বেশকয়েকজন ব্যক্তিকে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়। পরে এই বন্দোবস্ত বাতিলের দাবি জানিয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার কার্যালয় থেকে রেলওয়ের এস্টেট বিভাগে পৃথক চিঠি পাঠানো হয়। এ চিঠির অনুলিপি সিলেটের বিভাগীয় কমিশনার ও মৌলভীবাজারের জেলা প্রশাসককেও দেওয়া হয় ওই চিঠিতে বলা হয়, রেলপথের উভয়পাশে ভূমি বন্দোবস্ত দিলে লাউয়াছড়া জাতীয় পার্কের উদ্ভিদ ও বন্যপ্রাণীর আবাসস্থলের অপুরনীয় ক্ষতি হবে। চিঠির প্রেক্ষিতে রেলওয়ের এস্টেট বিভাগ লাউয়াছড়ায় রেললাইনের দুই পাশে দেয়া জমির বন্দোবস্ত বাতিল করেছে।
এ প্রসঙ্গে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বলেন, বনভূমি বন্দোবস্তের পর টিলাভূমির গাছপালা, ঝোপঝাড় পরিষ্কার করে পান ও লেবু চাষ শুরু করা হয়েছে। এতে বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। হুমকির মুখে পড়েছে পরিবেশ-প্রতিবেশ।
তিনি বলেন, আমি যখন পরিদর্শনে যাই তখন চাষিরা আমাকে বন্দোবস্তের কাগজ দেখান। তাঁদের মধ্যে হিরণ মিয়ার ২ দশমিক ৩৮ একরের মতো বন্দোবস্ত চুড়ান্ত হয়েছে। আর অন্যদের বন্দোবস্ত প্রক্রিয়াধীন। তাঁরা দুই-তিন একরের মতো জায়গার আবেদন করেই চাষ শুরু করেছেন।