সিলেটে ছাত্রদলের হামলায় ৫ ছাত্রলীগ কর্মী আহত
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৬, ২:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটে ছাত্রদলের হামলায় ৫ ছাত্রলীগ কর্মী আহত হ্ওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে নগরীর মদিনা মার্কেট এলাকার পাঠানটুলা পেট্রোল পাম্প এলাকায়। আহত ছাত্রলীগ কর্মীদের তথ্যমতে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ৫ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।। এর মধ্যে নাজমুল (২৩) নামের এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন।
আহত ছাত্রলীগ কর্মীদের সূত্রমতে, ছাত্রদল নেতা ওসমান গণি, আজিজ ও কালা শফিকের নেতৃত্বে ২০/২৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনাটি ঘটেছে।
আহত অন্যরা হলেন-মদন মোহন কলেজ ছাত্রলীগ কর্মী সুশান্ত দাস (২২), রিয়াদ মজুমদার (১৯), আল আমিন (১৪) ও নাবিল মজুমদার (১৯)। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।