সিলেটে পুলিশের উপর ছাত্রলীগের হামলা : ৬পুলিশ আহত, আটক ৮
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৬, ১২:৪১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর দরগা গেইটে যানবাহন নিয়ন্ত্রণ করাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুদ কামালের নেতৃত্বে একদল নেতাকর্মী টহল পুলিশের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারী মাসুদ কামালসহ ৮ ছাত্রলীগ কর্মীকে আটক করে।
জানা যায়, শাহজালাল (র:) মাজারে পবিত্র উরস উপলক্ষে নিরাপত্তা বাড়ানোয় ওই এলাকায় সোমবার রাত থেকে যান চলাচল সীমিত করে দেয়া হয়। কিন্তু মাসুদ কামালের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা বিধি নিষেধ অমান্য করে মোটরসাইকেল নিয়ে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে টহল পুলিশের উপর হামলা চালানো হয়।
আহত পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালালের (র.) এর ওরস উপলক্ষে সন্ধ্যার পর আম্বরখানা পয়েন্ট থেকে চৌহাট্টা হয়ে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেখানে পুলিশের ৫-৬ জনের একটি টহল দল দায়িত্ব পালন করে আসছিলো। রাত দশটার দিকে আম্বরখানা পয়েন্টের পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে ওই রাস্তায় মোটরসাইকেল নিয়ে প্রবেশের চেষ্টা করেন ছাত্রলীগ নেতা সুফি। পুলিশ বাধা দিলে পুলিশের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হন ছাত্রলীগের ওই নেতা।এক পর্যায়ে তিনি চিৎকার করে বলতে থাকেন ‘আমরা ছাত্রলীগের ছেলে, কেন যাওয়া যাবে না’। একথা বলে তিনি পুলিশ কন্সটেবল আফাজের ইউনিফর্মের কলারে ধরে তাকে মারতে উদ্যত হন। তখন অন্য পাশ থেকে ২০/২৫ জন ছাত্রলীগ কর্মী ‘জয় বাংলা শ্লোগান দিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকলে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষে উপ-পরিদর্শক শাহীন, এএসআই আজিজ, ফরহাদ, কন্সটেবল আব্বাসসহ ছয় পুলিশ আহত হন। তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, ছাত্রলীগের টানা হেচড়ায় কন্সটেবল আফাজের ইউনিফর্ম ছিড়ে যায়। সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাত-আট রাউন্ড শর্ট গানের গুলি ছুঁড়া হয়।
খবর পেয়ে পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে সুনামগঞ্জ রোড দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় আম্বরখানা পয়েন্টে তারা দুটি ট্রাক ও কয়েকটি দোকান ভাঙচুর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) রহমতুল্লাহ বলেন, “এই ঘটনায় আটজনকে আটক করা হয়েছে, আটককৃতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।”