বালাগঞ্জে শিক্ষক কর্তৃক শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৬, ৩:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের বালাগঞ্জ মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্য লিখিত অভিযোগ দিয়েছেন প্রধান শিক্ষক বরাবরে।
জানা যায়, গত বৃহস্পতিবার শ্রেণিকক্ষে অর্ধ-বার্ষিক পরিক্ষার মূল্যায়ণ খাতা শিক্ষার্থীদের দেয়া হয়। এসময় নবম শ্রেণি (খ)র শিক্ষার্থী আল-আমিন পরিক্ষার উত্তরপত্রে তার মার্কস কম হয়েছে বলে শিক্ষককে জানায়।
এ ব্যাপারে আল আমিন সহকারি প্রধান শিক্ষককের সাথে আলাপ করতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দীন প্রচণ্ড রাগাম্বিত হন। পরে তিনি বিদ্যালয়ের বারান্দায় সবার সামনে আল আমিনকে মারধর করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক সালাউদ্দীনের কাছে যারা প্রাইভেট পড়েন না তাদের খাতাপত্র তিনি ভিন্নভাবে মূল্যায়ণ করে থাকেন।
এব্যপারে বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মির্জা আবু নাসের জানান, আল-আমিনকে নির্যাতনের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছি। শিক্ষক কর্তৃক শিক্ষার্থী নির্যাতন মোটেও কাম্য নয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝির মাধ্যমে হয়েছিলো। অভিভাবকদের সাথে বসে ঘটনাটির নিষ্পত্তি করা হয়েছে। আল-আমিনের দোষ থাকায় তাকে দু-একটি চড়- থাপ্পড় মারা হতে পারে বলে জানান তিনি।