জাতীয়করণের ঘোষণায় বালাগঞ্জ কলেজে আনন্দ উল্লাস
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ১১:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বালাগঞ্জ ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেয়া হয়েছে। জাতীয়করণের এ ঘোষণায় রোববার (২১ আগস্ট) কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচরীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে। শিক্ষক-শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টিমুখ করান।
দুপুরে শিক্ষক মিলনায়তনে তাৎক্ষণিক এক সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রসংনীয়। সারাদেশের ন্যায় বালাগঞ্জ ডিগ্রি কলেজকে জাতীয়করণের আওতায় আনায় এ এলাকায় শিক্ষা বিস্তারে কলেজটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষকবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিলেট ২ আসনের সংসদ সদস্য কলেজ গভর্নিং বডির সভাপতি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়াসহ কলেজ গভর্নিং বডির সদস্যদের অভিনন্দন জানান।
এছাড়াও কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবদি দেশে বিদেশে যারা মেধা, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মহিউদ্দিন শীরু’র অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক প্রনয় কুমার পাল, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, অধ্যাপক অবিনাশ আচার্য, অধ্যাপক ফয়জুল ইসলাম, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক আছলম আলী, অধ্যাপক অমিতা রাণী দাস, অধ্যাপক বিজয় কৃঞ্চ দেব, অধ্যাপক কৃঞ্চা দেব, প্রভাষক ইমরুল কায়েস মৃধা, প্রভাষক আকরাম হোসেন, অশোক রঞ্জন তালুকদার, অহী আলম মোহাম্মদ রেজা, বুলবুল আহমদ, মিহির রঞ্জন তালুকদার প্রমুখ।