বালাগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ৫:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ : সিলেটের বালাগঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১ জন আহত হয়েছে । ভাংচুর করা হয়েছে দোকান ও মোটরসাইকেল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী ও পুলিশসুত্রে জানা যায়, শনিবার বিকালে বালাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে ছাত্রলীগ কর্মী রাবেল আহমদ ও অপর ছাত্রলীগ কর্মী জাকির হোসেনের মধ্যে ফুটবল খেলা নিয়ে বাকবিতন্ডা হয়। তা এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। এতে জাকির হোসেন আহত হন।
এর জেরধরে শনিবার সন্ধ্যার পর জাকিরের পক্ষ নিয়ে ১৫/২০ জন যুবক বালাগঞ্জ পশ্চিমবাজারে মৃদুল পাল, মঞ্জুর আহমদ ও শেখ মিজানের উপর চড়াও হয়। পরবর্তীতে তাদের না পেয়ে মঞ্জুরের দোকান সাদিয়া এন্টারপ্রাইজ ভাংচুর করা হয় । পরে মদনমোহন বানিজ্যিক কমপ্রেক্সের সামনে থাকা মৃদুল পালের মোটরসাইকেল ভাংচুর ও তার পিতার ব্যবসা বাসন্তী ভান্ডারে হামলার চেষ্টা করা হয়। এ সময় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় বালাগঞ্জ বাজারের দোকানপাঠ। পরে খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
বালাগঞ্জ থানার ওসি মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। দুটি পক্ষের মধ্য সংঘর্ষ হলে একটি পক্ষ হামলা করে দোকান ও মটরসাইকেল ভাংচুর করে। এ বিষয়ে সমঝোতার চেষ্টা চলছে।