সুরমা নিউজ ডেস্ক :
কমলাপুর রেলস্টেশনে যাত্রীবাহী চলন্ত একটি ট্রেন প্ল্যাটফর্মের ওপরে উঠে গেলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। ফলে বেঁচে গেছেন ট্রেনের মধ্যে থাকা শতাধিক যাত্রী। রোববার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে কমলাপুর রেলস্টেশনের নারায়ণগঞ্জ প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
রেলস্টেশনের সূত্র জানান, নারায়ণগঞ্জ থেকে শতাধিক যাত্রী নিয়ে ২১৭ নম্বর লোকাল ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে আসে। নারায়ণগঞ্জ প্ল্যাটফর্মের কাছে এসে হঠাৎ গতি বেড়ে গেলে প্ল্যাটফর্মে উঠে যায় ট্রেনটি। তবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। এ সময় অল্পের জন্য রক্ষা পান শতাধিক যাত্রী।
দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন ট্রেনের শতাধিক যাত্রী
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ১:৪৩ অপরাহ্ণ