পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৬, ১০:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
১৯৪৬ সাল। একদিকে ভারত রক্ষার লড়াই, অন্যদিকে পাকিস্তান গঠনের রূপরেখা চূড়ান্ত। দেশ বিভাজনে এই উত্তপ্ত হাওয়ার মধ্যেই বালাগঞ্জ উপজেলার ইলাশপুর বড়চরের জমিদার দ্বারকানাথ রায় চৌধুরী প্রতিষ্ঠা করেন বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় । নির্মাণ ব্যয় হয়েছিলো তৎকালীন প্রায় বিশ হাজার টাকা। প্রতিষ্ঠার তারিখ ১লা এপ্রিল ১৯৪৬।
কুশিয়ারা নদীবিধৌত বালাগঞ্জের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এ বছর জাতীয়করণের তালিকায় স্থান পেয়েছে।
বিগত ৭০ বছর ধরে এলাকার শিক্ষা প্রসারে ব্যপক ভূমিকা পালন করছে। এই বিদ্যালয়ের সাবেক দুইকৃতি ছাত্র বর্তমান সরকারের দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তারা হলেন-ভুমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পুণ্যব্রত চৌধুরী এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অনল চন্দ্র দাস।
প্রায় ৭.৩০ একর ভূমির উপর প্রতিষ্ঠিত বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ১৩৯৩ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এ বছর এসএসসি পরীক্ষায় তিন জন শিক্ষার্থী এ প্লাস পয়েছে। বিগত পাঁচ বছরে গড় পাশের হার ৭৯.২১। এমপিও ভুক্ত ১২ জন শিক্ষক-শিক্ষিকা নিয়মিত পাঠদান করাচ্ছেন। পর্যাপ্ত শ্রেণি কক্ষের পাশাপাশি রয়েছে বিজ্ঞানাগার, নিজস্ব মসজিদ।
সম্প্রতি বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণায় আনন্দে ভাসছে বালাগঞ্জবাসী। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) সাইফুল ইসলাম বলেন-স্কুলটি জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও বর্তমান এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক তুলসি দাস ও নুরুল আমীন বলেন-যে স্কুলে পড়ালেখা করেছি, আজ সে স্কুলেই শিক্ষকতা করছি। স্কুলটি জাতীয়করণ হওয়ায় অন্তত আমাদের এই প্রাপ্তিটুকুই জীবনের স্বার্থকতা মনে করছি।
সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই বিদ্যালয়টি সরকারিকরণে চেষ্টা করে আসছিলাম। অবশেষে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বালাগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর।
সিলেট-২ আসনের এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন-বালাগঞ্জ ও বিশ্বনাথের দু’টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করায় আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন-উপজেলা ভিত্তিক অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোও ধারাবাহিক ভাবে জাতীয়করণ করা হবে।