লালাবাজারে হামলায় নিহত আজিরের দাফন সম্পন্ন : মহাসড়ক অবরোধ কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৬, ৯:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের হামলায় সিলেটের লালাবাজারে নিহত ব্যবসায়ী আজির উদ্দিন (৪৫)’র দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আছর বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরাগ্রামের বড় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজের পর পঞ্চায়েতী কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়। জানাজার নামাজের পূর্বে সিতার মিয়া ও মাওলানা আব্দুর রউফের যৌথ পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, অলংকারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লিলু মিয়া, নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ নাদির হোসেন চৌধুরী, লালাবাজারের ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন জাকারিয়া চৌধুরী লাকু, গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন মজিরুল ইসলাম চৌধুরী, নিহতের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক তালতলা শাখার সহকারী ব্যবস্থাপক আল জাহান। জানাজার নামাজের ইমামতি করেন মাওলানা আক্তার হোসেন ও মোনাজাত পরিচালনা করেন লালাবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। এতে এলাকার রাজনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, জানাজার নামাজ শেষে এলাকাবাসী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে নিহত আজির উদ্দিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে রোববার দুপুর ১২ টা থেকে বেলা ২টা পর্যন্ত লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ ও একই সময়ে লালাবাজারে অবস্থিত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১০টায় লালাবাজারে তুচ্ছ ঘটনার জেরধরে একদল দুর্বৃত্তের হাতে খুন হন ফার্মেসী ব্যবসায়ী আজির উদ্দিন।। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে বিশ্বনাথ উপজেলা টেংরা গ্রাম ও দক্ষিণ সুরমা উপজেলার ভরাউট গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।