নগরীতে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০১৬, ৬:১৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটে এমসি কলেজ গোপালটিলা এলাকায় দুটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা রামদা এবং পিস্তল ঠেকিয়ে এক ব্যবসায়ীর ৬ লাখ টকা নিয়ে পালিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আবু তাহের (৩৫)। তিনি খাদিমপাড়া নিপোবন আবাসিক এলাকার বাসিন্দা।
আবু তাহের জানান, তিনি তার এক বন্ধুকে নিয়ে ওয়ান ব্যাংক ইসলামপুর শাখা থেকে ৬ লাখ টাকা উত্তোলন করেন। এরপর মোটরসাইকেলে জেল রোডের উদ্দ্যেশ্যে রওয়ানা হন।
এমসি কলেজের পশ্চিমে গোপালটিলা এলাকায় আসার পর দুটি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী তাদের মোটরসাইকেলটি পিছু নেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের সামনে চলে এলে তারা গাড়ি থামাতে বাধ্য হন। এ সময় ছিনতাইকারীরা রামদা ও পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ নিয়ে বালুচরের দিকে রওয়ানা হয়।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, লিখিত এজাহার পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।