বালাগঞ্জ কলেজের নাইম জিপিএ-৫ পেয়েছে
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
বালাগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় নাঈম আহমদ জিপিএ-৫ পেয়েছে। বালাগঞ্জ সে ই একমাত্র জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থী।
কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের মেধাবী ছাত্র নাঈম উপজেলা পর্যায়ে এ বছর মেধা অন্বেষনেও পুরস্কৃত হয়েছে। তার বাড়ী বালাগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামে। তার বাবা হামছাপুর-রশিদপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক। তার মা একজন গৃহিনী। ০৮ ভাই বোনের মধ্যে সে তৃতীয়। নাঈমের ছোটবোন মারজানা বেগম বালাগঞ্জ কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। সেও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। তারা ৫ ভাই ও ৩ বোন।সে ২০১৪ সালে বালাগঞ্জের কালীগঞ্জ এম. ইলিয়াস আলী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করে। নাঈম ভবিষ্যতে চার্টার্ড একাউন্টেন্ট হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।