তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্তের জামিন মঞ্জুর
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৬, ৭:৪১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্তকে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির পর পংকজ গুপ্ত আজ বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সিলেটের চিফ মেট্রোপলিটন আমলী আদালত-২ সাইফুজ্জামান হিরোর আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। এর প্রেক্ষিতে আদালত ধার্য্য ২৩ আগস্ট তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
পংকজ কুমার গুপ্তের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর নফিজুর রহমান।
উল্লেখ্য, গত ১০ আগস্ট বুধবার জালিয়াতি ও প্রতারণার মামলায় রাগীব আলী ও পংকজ গুপ্তসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।