নবগঠিত ফ্রান্স আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৬, ৭:২৩ পূর্বাহ্ণ
জামিল আহমদ সাহেদ ফ্রান্স: প্যারিস এর পোর্ট দো প্যান্টিন হল এ ফ্রান্স আওয়ামী লীগ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। ফ্রান্স আওয়ামী লীগ এর সভাপতি জনাব মহসিন উদ্দিন খান লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন কয়েস এর সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স এ বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব এম শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন দূতাবাসের হেড অফ চেঞ্চেরী জনাব হযরত আলী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো সদস্য এনামুল হক,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ,সহসভাপতি মঞ্জুরুল আহসান সেলিম ,সুনাম উদ্দিন খালেক,লেখক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর খান।বক্তব্য রাখেন জসিম উদ্দিন ফারুক ,আকরাম খান ,হাসান সিরাজ ,মিজানুর রহমান সরকার , শাহীন আরমান চৌধুরী ,সেলিম ওয়াদা সেলু;তারিক হাসান,ফয়সাল আহমেদ বেলাল,বাহলুল মৃধা সালেহ আহমদ,যুবনেতা আজমল হোসেন ,মাজেদ আহমেদ, কামাল আহমেদ, কামরুল হাসান সেলিম;ইকবাল হোসেন সুমন;মিজানুর রহমান, সুমন আহমদ;লাবু চৌধুরী, মাসুদ পাঠান,তারিকুল ইসলাম,জসিম উদ্দিন,ফ্রান্স ছাত্র লীগ সভাপতি আশরাফুর রহমান,মহিলা নেত্রী লিপি রানী হাফিজুর রহমান রাহাত;সালমান আকবর;সেলিম আল দীন;হাবিবুর রহমান হাবিব;বুলবুল আহমদ;প্রমুখ। শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।হোসাইন খানের এর কোরান তেলোয়াত মাধ্যমে শুরু হওয়া শোক সভায় শহীদদের বিদেহী
আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। সভার শুরুতে ৭৫এর ১৫ই আগস্টে ঘাতকের হাতে নিহত বংঙ্গবন্ধু সমেত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু পরিবারের জন্য ফয়সল আহমদের পরিচালনায় এক মিলাদও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।