ভারতে মুম্বাইয়ে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৬, ৮:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
জাতীয় শোক দিবস ২০১৬ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ভারতের মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে স্মরণ ও পালন করা হয়।
দিবসটি স্মরণে মহারাষ্ট্র সরকারের অতিরিক্ত মূখ্য সচিব এবং রাষ্ট্রাচার প্রধান মিঃ সুমিত মল্লিক ‘গেস্ট অব অনার’ এবং ভারতীয় নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল (অবঃ) ভিষ্ণু ভগওয়াৎ বিশেষ অতিথি ছিলেন। বাংলাদেশের উপ-হাইকমিশনার কর্তৃক জাতীয় পতাকা আনুষ্ঠানিক উত্তোলন ও অর্ধনমিতকরণ, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও প্রার্থনা, আলোচনা সভা এবং প্রামান্য চিত্র প্রদর্শনীর মাধ্যমে দিবসটিকে স্মরণ করা হয়।
মুম্বাই-এ নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মিজ্ সামিনা নাজ জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন এবং অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচীর সূচনা করেন। মহারাষ্ট্র সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার কনসাল জেনারেল এবং সৌদি আরবের কনসালসহ মুম্বাইয়ে অবস্থিত কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ, মুম্বাই-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশী, ভারতীয় গণ্যমান্য বাঙ্গালী, স্থানীয় অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ এবং উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। পতাকা অর্ধনমিতকরণ সমাপনান্তে শোক দিবস উপলক্ষ্যে এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। মহান এ দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
বাণী পাঠ শেষে উপ-হাইকমিশনার শোক সভায় আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে জাতির জনকের জীবনাদর্শ এবং আমাদের স্বাধীনতা অর্জনের সকল সংগ্রামে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব ও অপরিসীম আত্মত্যাগের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। জাতীয় শোকদিবসে তিনি শোককে শক্তিতে রুপান্তরিত করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী ও সমৃদ্ধ ”সোনার বাংলা” গড়তে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ”রুপকল্প-২০২১” বাস্তবায়নের লক্ষ্যে দেশে ও প্রবাসে বসবাসরত সকলের প্রতি উদাত্ত আহবান জানান। শোক দিবসের এ স্মরণ সভায় প্রবাসী বাংলাদেশীগণও আলোচনায় অংশ নেন।
’গেস্ট অব অনার’ মিঃ সুমিত মল্লিক জাতীয় শোক দিবসের স্মরণ সভায় মহারাষ্ট্র সরকারের পক্ষ হতে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আজকের এ শোক দিবসে সংহতি প্রকাশ করেন এবং তাঁর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড শুধুমাত্র তাঁর পরিবার নয় রবং তা পুরো বাঙ্গালী জাতি এবং বন্ধুপ্রতীম ভারতের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন । ভারতীয় নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল (অবঃ) ভিষ্ণু ভগওয়াৎ বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।
আলোচনা পর্ব শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র “বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছর” প্রদর্শন করা হয়। আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শোক সভার সমাপ্তি ঘোষনা করা হয়।