ওসমানীনগর উপজেলা তালামীযের কাউন্সিল আগামী কাল মঙ্গল বার
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
সুন্নী ছাত্র আন্দোলনের দূর্বার কাফেলা বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার কাউন্সিল আগামী কাল ১৬ আগস্ট মঙ্গল বার বিকাল ৩ ঘটিকায় তাজপুর লতিফিয়া ক্যাডেট মাদরাসা ওসমানীনগর এর হলরুমে অনুষ্টিত হবে। উক্ত কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসাবে উপস্তিত থাকবেন সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম শুভ ও সেক্রেটারি জাহেদ আহমদ। এ ছাড়াও স্তানীয় আল ইসলাহ কারী সোসাইটি তালামীযের নেতৃবৃন্দ উপস্তিত থাকবেন। উক্ত কাউন্সিল কে সফল করার জন্য সর্বস্তরের তালামীয কর্মিদের প্রতি আহবান জানিয়েছেন উপজেলা তালামীযের বর্তমান সভাপতি সালেহ আহমদ ও সেক্রেটারি হাঃ আব্দুল আমিন।