বিশ্বনাথে ‘মদনপুর আখড়া’র ৬৮৩ শতক ভূমি রক্ষার্থে স্মারকলিপি প্রদান
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৬, ৭:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের বিশ্বনাথে উপজেলার মদনপুর গ্রামস্থ কয়েক কোটি টাকা মূল্যের ‘শ্রীশ্রী গোপীনাথ জিউ আখড়া’র ৬৮৩ শতক ভূমি রক্ষার্থে ও অবৈধ দখলদার ভূমিখোকো খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর লিয়াকত হোসেনের কাছ থেকে সরকারি খাজনা গ্রহণ না করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে ‘উপজেলা পূজা উদযাপন পরিষদ’র নেতৃবৃন্দ’সহ সনাতন (হিন্দু) ধর্মালম্বীরা সম্প্রতি স্মারকলিপিটি প্রদান করেছেন।
উপজেলার মদনপুর মৌজার, জে.এল নং ১৭, এস.এ খতিয়ান ৫ ও ১৩০৬, এস.এ দাগ নং ৩২৯২, ৩২৯৩, ৩২৮৮, ৩৫৫৩, ৩২৯০, ৩২৯১, ৩২৯৮, ৩২৬৩, ৩৩৩৯, ৩২৮৭’তে ‘শ্রীশ্রী গোপীনাথ জিউ আখড়া’র ৬৮৩ শতক ভূমি অবস্থিত বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। স্মারকলিপিটির অনুলিপি ‘ভূমি মন্ত্রী, আইন মন্ত্রী, ভূমি সচিব, আইন সচিব, সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সিলেট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক’ বরাবরে প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পীর লিয়াকত হোসেন উপজেলার খাজাঞ্চী ইউপির চেয়ারম্যান থাকাকালে নিজের সন্ত্রাসী বাহিনী নিয়ে ‘শ্রীশ্রী গোপীনাথ জিউ আখড়া’র ৬৮৩ শতক ভূমি অবৈধভাবে দখল করেন। ফলে আখড়ায় পবিত্র এস্থানে দীর্ঘদিন ধরে পূজা অর্চনা থেকে বঞ্চিত রয়েছেন উপজেলার সনাতন (হিন্দু) ধর্মালম্বীরা। উপরোক্ত তপশীল বর্ণিত ভূমিতে প্রায় শতাধিক বছরের পুরাণো শ্রীশ্রী গোপীনাথ জিউ দেবতার মন্দিরটি বিদ্যমান রয়েছে। পীর লিয়াকত হোসেন অবৈধভাবে যাতে করে ‘শ্রীশ্রী গোপীনাথ জিউ আখড়া’র ৬৮৩ শতক ভূমি আতœসাৎ করিতে না পারে সেজন্য তাহার নিকট থেকে সরকারী খাজনা গ্রহন না করে, উক্ত ভূমি উদ্ধারের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য স্মারকলিপিতে আহবান জানানো হয়েছে।
স্মারকলিপি পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক বলেন, এব্যাপারে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।