থাইল্যান্ডে ধারাবাহিক বোমা হামলা
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
থাইল্যান্ডের সমুদ্র উপকূলীয় অবকাশযাপন কেন্দ্র হুয়া হিনে জোড়া বোমা বিস্ফোরণে এক নারী নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ থাইল্যান্ডে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আরো ৩ জন নিহত হয়েছেন।
বিবিসি বলছে- দেশটির রাজধানী ব্যাংককের কাছে হুয়া হিনে বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতের জোড়া বোমা হামলায় আহত হয়েছেন ১৯ জন, যাদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন।
বৃহস্পতিবার রাতের বিস্ফোরণে নিহত নারী সেখানে একটি খাবারের স্টল চালাতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
থাই পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে- বৃহস্পতিবার বিস্ফোরিত বোমা দুটি গাছ লাগানোর পাত্রে ৫০ মিটার ব্যবধানে রাখা হয়েছিল এবং মোবাইলের মাধ্যমে আধা ঘণ্টার মধ্যে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।
আর এরপর শুক্রবার শহরটিতে আরো এক দফা একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরটির ক্লক টাওয়ারে অন্ততপক্ষে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে।
অপর একটি বোমার বিস্ফোরণ ঘটে সমুদ্রতীরবর্তী জনপ্রিয় কেন্দ্র ফুকেট দ্বীপের পাতঙ্গে।
শুক্রবারের (১২ আগস্ট) বিস্ফোরণগুলোয় অন্ততপক্ষে ৩ জন নিহত এবং ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।
থাইল্যান্ডের রানি সিরিকিতের জন্মদিন উপলক্ষে শুক্রবার সরকারি ছুটির মধ্যেই এ বিস্ফোরণের ঘটনাগুলো ঘটল।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি। কিন্তু ব্যাংককে নিযুক্ত বিবিসির প্রতিনিধি জোনাথন হেড জানান- দেশটির বিচ্ছিন্নতাবাদীদের দিকেই সন্দেহের দৃষ্টি পড়েছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশে সরকারবিরোধী উগ্রপন্থিরা সক্রিয় থাকায় জোড়া বোমা হামলা নিয়মিত ঘটনা। তবে পর্যটন এলাকায় এ ধরনের হামলা বিরল।