কমলগঞ্জে পুলিশের ধাওয়ায় মৃত্যুর ঘটনায় এসআই ক্লোজ
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে পুলিশের ধাওয়ায় ছাদির মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মৌলভীবাজার ডিবি পুলিশের এসআই নজরুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে তাকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে স্থানান্তর করা হয়।
সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ছাদির মিয়ার স্ত্রী ছফিনা বেগমের দাবি, ভোর ৪টায় মোল্লা মোহাম্মদ শাহীনের নেতৃত্বে একদল পুলিশ এসে পরিবারের সবাইকে ঘুম থেকে টেনে তুলে নির্যাতন শুরু করে। অবশেষে তারা তার স্বামীকে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে মারধর করে। একপর্যায়ে তার মৃত্যু হলে মরদেহ ফেলে চলে যায়।
রাত পোহালে সকালে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। তখন পুলিশ মরদেহ উদ্ধার করতে এলে স্থানীয়রা পুলিশকে ধাওয়া করে।
খবর পেয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মো. শাহ জালাল ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্তনা দেন এবং ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
এ বিষয়ে মৌলভীবাজার সদর সার্কেলের এসপি মোল্লা মোহাম্মদ শাহীনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন- ছাদির মিয়ার ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি শিপন মিয়াকে গ্রেফতারের উদ্দেশে আমরা ভোর ৪টায় অভিযানে যাই। তখন আসামি শিপনের বাবা পুলিশের ভয়ে পালাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল হাসান বলেন, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা প্রমাণিত হয়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তথন প্রয়োজন হলে তদন্ত করে আইনগত ববেস্থা নেওয়া হবে।