ইতালীর মিলানে নব-গঠিত বিএনপি’র মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৯:৩৩ অপরাহ্ণ
ইতালি প্রতিনিধি :
জাতীয়তাবাদী দল বিএনপি মিলান লোম্বার্দিয়া শাখার নব গঠিত কমিটির আওতায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে মিলানকে ৫ জোনে ভাগ করে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে মিলানের ভিয়া পাদোভা প্রথম জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ভিয়া পাদোভার স্থানীয় একটি রেস্টুরেন্টে বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রাকিব আকন্দ এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির নব গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, উপদেষ্টা সালাউদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি হাসিব আলম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম,প্রথম সদস্য রিমন মুল্লা,সহ সভাপতি ফারুক খান,যুবদলের সিনিয়র সহ সভাপতি রবিন শিকদার,আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের উপর সুচিন্তিত মতামত প্রকাশ করেন এবং যে সকল নেতা পদের লোভ না করে দলের স্বার্থে কাজ করেছে তাদেরকে সঠিক মূল্যায়ন করার আহ্বান জানান।
পরিশেষে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে যুক্তরাজ্য থেকে মাহিদুর রহমানকে আন্তর্জাতিক সম্পাদক ও আনোয়ার হোসেন খোকনকে সহ-আন্তর্জাতিক সম্পাদক মনোনীত করায় মিলন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান এবং নেতাকর্মীদের মিষ্টি মুখ করানো হয়।