ওসমানীনগরের গোয়ালাবাজার মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৩:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জঙ্গিবাদের মাধ্যমে কোন মতবাদ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইসলামী রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন দেশেরে গণতান্তিক আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে তরুণদের ভুমিকা ছিল অনস্বীকার্য। বর্তমানে দেশের ভাবমুর্তি নষ্ট করতে একটি ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। ধর্মীয় কোন মতবাদ প্রতিষ্ঠা করতে হলে শান্তি সাম্য আর সুশংখল আচার আচরণের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে হবে।
সোমবার দুপুরে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা গুলো বলেন।
কলেজ অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও শিক্ষিকা শাপলা বেগম এবং সাবিনা জাহানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী।
নবীনবরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুল মতিন চৌধুরী, বাংলাদেশ কাউন্সিল যুক্তরাজ্যের সহ-সভাপতি মাহবুব আলম চৌধুরী মাখন, আলাউর রহমান আলা, আব্দুল মুমিন, আশিক মিয়া, প্রভাষক অর্জুন দেব, কলেজ ছাত্রী বৃষ্টি দত্ত ও সাবিনা চৌধুরী।
এর পূর্বে সংসদ সদস্য ইয়াহইয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।