ওসমানীনগরে শিক্ষক-শিক্ষার্থীর জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৬, ২:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ :
‘‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নিপাত যাক’’ স্লোগানে সিলেটের ওসমানীনগরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের উপর গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।
মানববন্ধন শেষে বিদ্যালয় মিলনায়তনে জঙ্গিবাদ বিরোধী এক আলোচনা সভার সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোখতার আহমদ। সিনিয়র শিক্ষক শামসুল হকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল লেইছ, সহকারি প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ধর, ম্যানেজিং কমিটির সদস্য কিবরিয়া মিয়া, সহকারি শিক্ষক মাওলানা মোশাহিদ আলী আজমী, সন্দ্বীপ চক্রবর্ত্তী, চিনু রাণী ভৌমিক, দিপক রঞ্জন দাস, মাহফুজা খাতুন, আছমা বেগম, মোঃ আনোয়ার হোসেন আনা, মোঃ আবদুস শহিদ, সুমিতা সিনহা, মোঃ আবদুন নূর, মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম মৃধা, দিতন দাস, পলি দেব, জেতশ্রী দত্ত, শিক্ষার্থী জাহেদ মিয়া, মিজান মিয়া, শাহনাজ পারভীন তান্নি প্রমূখ।
সভায় শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।