বালাগঞ্জের গহরপুর মাদ্রাসায় নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ৭:২৪ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ প্রখ্যাত বুযুর্গ আল্লামা নূর উদ্দিন গহরপুরী (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মাদ্রাসার ছাত্র সংসদ আন-নূর ছাত্র কাফেলার উদ্যোগে ১৪৩৭-৩৮ হিজরী সনের এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু।
অতিথি হিসেবে বক্তৃতা করেন সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সিনিয়র সহ-সভাপতি, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল আজিজ মাসুক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাদ্রাসার প্রখ্যাত শায়খুল হাদিস আলামা আব্দুস সাত্তার, প্রধান মুফতি মো. আব্দুলাহ প্রমুখ।