বিশ্বনাথে সার্বজনীন জন্মাষ্ঠমী উদযাপন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৪:৩২:১০,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৬
সুরমা নিউজ :
পার্থসারথী শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী (জন্মতীথি) উদযাপন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে সার্বজনীন জন্মাষ্ঠমী উদযাপন কমিটি গঠনের লক্ষে শুক্রবার বিকেলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
করুনা কান্ত দাস তালুকদারের সভাপতিত্বে ও শংকর দাশ (শংকুর) পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে। বিশেষ অতিথি ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদ কমিটির সদস্য বিমল চন্দ্র দাশ, নিশিকান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্রে বৈদ্য,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অজিত পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, কালী বাড়ি পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত দাস, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি কানু দে।
উপস্থিত ছিলেন তপন দেবরায়, রনজিৎ গোস্বামী, বিজিত রঞ্জন সরকার, সনজিৎ দেব পান্না, রিপন দাস, শান্ত বিশ্বাস, বিভাংশু গুণ বিভু, নন্দ লাল বৈদ্য, রঞ্জু মালাকার, অখিল বৈদ্য, জয়ন্ত বৈদ্য, জয় দেবনাথ, বিশ্বজিৎ দে রিপন, রিংকু দেব, বিজয় চন্দ্র দে, অমিত দে, শংকর বিহারী দাশ, রিপন দাস, নির্মল সরকার, সুমন বৈদ্য, শুভরাজ চন্দ, সৌমিত্র ধর, জ্যেতিষ দাশ, সুজিত দাশ, সুরঞ্জিত দাশ প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে করুনা কান্ত দাশ তালুকদারকে সভাপতি, গৌরাঙ্গ মালাকারকে সাধারণ সম্পাদক ও নেপাল পালকে অর্থ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট বিশ্বনাথ উপজেলা সার্বজনীন জন্মাষ্ঠমী উদযাপন পরিষদ কমিটি গঠন করা হয়।