জেদ্দায় হামলাকারী পাকিস্তানি: সৌদি আরব
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৬, ৭:৪০ অপরাহ্ণ
সুরমা ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের সামনে আত্মঘাতী হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলাকারী পাকিস্তানের নাগরিক। তিনি ১২ বছর ধরে জেদ্দায় গাড়ি চালাতেন।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেদ্দায় আত্মঘাতী হামলাকারীর নাম আবদুল্লাহ কালজার খান (৩৪)। তিনি পাকিস্তানের নাগরিক। লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরী জেদ্দায় তিনি ১২ বছর ধরে গাড়ি চালাতেন এবং ‘স্ত্রী ও বাবা-মার সঙ্গে’ বসবাস করতেন আবদুল্লাহ।
এদিকে মঙ্গলবার দুপুরে কালজার খানকে মদীনায় মসজিদে নববীতে হামলাকারী হিসেবে ভুল খবর পরিবেশন করে বার্তা সংস্থা এপি। পরে বিকালে খবরটি প্রত্যাহার করে নেয়া হয়।
উল্লেখ্য, সোমবার সকালে জেদ্দায় আত্মঘাতী হামলা চালানোর পর সন্ধ্যায় মদিনায় পবিত্র মসজিদে নববী আত্মঘাতী হামলা চালানো হয়। এতে মসজিদে নববীর চারজন নিরাপত্তা রক্ষী ও হামলাকারী নিহত হয়। একই সময়ে পূর্বাঞ্চলীয় কাতিফ শহরের একটি সিয়া মসজিদেও আত্মঘাতী হামলা চালানো হয়। এতে হামলাকারী মারা যায়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেদ্দায় আত্মঘাতী হামলাকারীর নাম আবদুল্লাহ কালজার খান (৩৪)। তিনি পাকিস্তানের নাগরিক। লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরী জেদ্দায় তিনি ১২ বছর ধরে গাড়ি চালাতেন এবং ‘স্ত্রী ও বাবা-মার সঙ্গে’ বসবাস করতেন আবদুল্লাহ।
এদিকে মঙ্গলবার দুপুরে কালজার খানকে মদীনায় মসজিদে নববীতে হামলাকারী হিসেবে ভুল খবর পরিবেশন করে বার্তা সংস্থা এপি। পরে বিকালে খবরটি প্রত্যাহার করে নেয়া হয়।
উল্লেখ্য, সোমবার সকালে জেদ্দায় আত্মঘাতী হামলা চালানোর পর সন্ধ্যায় মদিনায় পবিত্র মসজিদে নববী আত্মঘাতী হামলা চালানো হয়। এতে মসজিদে নববীর চারজন নিরাপত্তা রক্ষী ও হামলাকারী নিহত হয়। একই সময়ে পূর্বাঞ্চলীয় কাতিফ শহরের একটি সিয়া মসজিদেও আত্মঘাতী হামলা চালানো হয়। এতে হামলাকারী মারা যায়।