বড়লেখায় ফেন্সিডিলসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২:৫৭:৩৬,অপরাহ্ন ০৫ মার্চ ২০২১
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১১৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি) রাতে বড়লেখা উপজেলার চুকারপঞ্জি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আটকৃতরা হলেন, কামাল হোসেন (৩৫) পিতা মৃত আফতাব আলী সাং বড়ময়দান, সায়েদ আহমেদ (২২) পিতা এনাম উদ্দিন সাং বাড্ডা উভয় থানা বড়লেখা।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন। মাদককারবারীদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।