ফ্রান্সের তুলুজে বিএনপি ও যুবদলের সভা: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ১:০৮ পূর্বাহ্ণ

সুরমা নিউজঃ
ফ্রান্সের তুলুজ শহরে উৎসবমুখর পরিবেশে বিএনপি ও যুবদলের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৪টায় শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।
৯০ দশকের সিলেট জেলার সাবেক ছাত্রদল নেতা আব্দুর রাহিম আকাশের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপি নেতা আব্দুল মুত্তালিব।
সভাপতির বক্তব্যে আব্দুল মুত্তালিব বলেন, “দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং ফ্যাসিবাদের নাগপাশ থেকে মুক্তি দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি পৌঁছে দিতে হবে।” তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, ফেরদৌস খান, রুমেল খান, জাহেদুর রহমান, ফরহাদ হোসেন, দিপু আহমেদ, মো. লিক্সন মিয়া, আতাউর রহমান সুনেল, তারেক আহমদ চৌধুরী, ফয়সাল আহমেদ, আ.ন.ম. মহসিন রাজা, রাজু আহমেদ, আমিরুল ইসলাম সোবহান, আদুল মুহিত, নজরুল ইসলাম, খায়রুল ইসলাম, ফাহিম আহমদসহ অনেকে।
সভার সমাপ্তিতে বিএনপি নেতা তারেক চৌধুরীর সন্তানের আকিকা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।






