সিলেটে মধ্যরাতে যুবক খু ন, কিশোর আ ট ক
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকায় মধ্যরাতে খুন হয়েছেন এক যুবক। এ ঘটনায় আটক করা হয়েছে নাঈম আহমেদ রজব নামের এক কিশোরকে। শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে কি কারনে খুনের ঘটনা এখনো জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ক্বিন ব্রিজ এলাকায় বসে ডালিম ও তার অপর বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে একজন অন্যজনকে ছুরিকাঘাত করেন। পরে ছুরিকাহত ডালিম আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই অধিক রক্তক্ষরণে তিনি মারা যান। নিহত ডালিম ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
এদিকে আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে আটক করা হয়েছে নাঈম আহমেদ রজব নামে এক কিশোরকে। তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ডালিম ও আটক রজব দুজনই ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাইয়ের টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা। আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সংশ্লিষ্টতা নিশ্চিত হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’








