বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ৯ ধাপ পেছাল লন্ডন
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
বিশ্বের বাসযোগ্য ১৭৩টি শহরের তালিকায় নয় ধাপ অবনতি হয়েছে লন্ডনের। শহরটি এবার আগের চেয়ে নয় ধাপ নিচে নেমে এসেছে ৫৪ নম্বরে। যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের সহযোগী গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টিটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গ্লোবাল লাইভএবিলিটি ইনডেক্স ২০২৫ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
লাইভএবিলিটি নির্ধারণে যে পাঁচটি মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়—
স্থিতিশীলতা (সহিংসতা, অপরাধ, দাঙ্গার ঝুঁকি),
স্বাস্থ্যসেবা (ওষুধের সহজলভ্যতা, হাসপাতালের মান),
সংস্কৃতি ও পরিবেশ (আবহাওয়া, সেন্সরশিপ, খাবার ও বিনোদন),
শিক্ষা (শিক্ষার মান ও প্রাপ্যতা),
অবকাঠামো (সড়ক, পানি, বিদ্যুৎ, পাবলিক ট্রান্সপোর্ট)।প্রত্যেক শহরের এই বিষয়গুলোকে ‘গ্রহণযোগ্য’, ‘সহনীয়’, ‘অসন্তোষজনক’, ‘অবাঞ্ছিত’ অথবা ‘অসহনীয়’ হিসেবে মূল্যায়ন করা হয়।এবার লন্ডনের অবস্থান নয় ধাপ নিচে নেমে এসে ৫৪ নম্বরে দাঁড়িয়েছে। এই পতনের বড় কারণ যুক্তরাজ্যের স্থিতিশীলতা কমে যাওয়া। একই সঙ্গে হংকং, মিয়ামি ও মিলানের মতো শহরগুলো সূচকে উন্নতি করায় লন্ডনের অবস্থান আরো নিচে নেমে গেছে।