বিক্রি করতে না পেরে ডাস্টবিনে চামড়া!
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
বিক্রি করতে না পেরে ডাস্টবিনে ফেলা হচ্ছে কাঁচা চামড়া। এ বছর সরকার চামড়ার দাম বাড়ালেও বিগত বছরগুলোর মতোই অনেক কম দামেই চামড়া কিনেছেন আড়তদাররা। ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা।
অনেকে সময়মতো চামড়া বিক্রি করতে না পেরে বাধ্য হয়ে রাস্তার পাশে চামড়া ফেলে দিয়েছেন। অভিযোগ উঠেছে, দাম বাড়ানোর ঘোষণা দিলেও সরকারি ব্যবস্থাপনার কোনো সুফল নেই। কাঁচা চামড়া সংগ্রহে আগের মতোই রয়েছে সিন্ডিকেট কারসাজি। ফলে সরকার নির্ধারিত দামে চামড়া কেনেননি চট্টগ্রামের আড়তদাররা।
এবার ঈদুল আজহার আগে পশুর চামড়ার দর বাড়ানোর ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এতে ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ৬০-৬৫ টাকা নির্ধারণ করা হয়, যা গত বছর ছিল ৫৫-৬০ টাকা। ঢাকার বাইরের গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫-৬০ টাকা, যা গত বছর ছিল ৫০-৫৫ টাকা। পাশাপাশি ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়। আর ঢাকার বাইরে কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা।